এই সুন্দর ফুল সুন্দর ফল লিরিক্স | Ei Sundor Ful Sundor Fol lyrics

এই সুন্দর ফুল সুন্দর ফল

এই সুন্দর ফুল সুন্দর ফল

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune কমল দাশগুপ্ত
Song Writer কাজী নজরুল ইসলাম

এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি
এই শস্য-শ্যামল ফসল ভরা
মাঠের ডালিখানি
খোদা তোমার মেহেরবানি

তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাই না মানি ॥

খোদা তোমার হুকুম তরক করি
আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে
বাঁচাও এ বান্দায়।

শ্রেষ্ঠ নবি দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাশরে
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী ॥

English Translation

This beautiful flower is beautiful fruit
Sweet river water
God bless you
This crop is full of green crops
Field branch
God bless you

How much did you give Ratan?
Brothers and sons are relatives
Feed when hungry
I don’t want to accept

God, I seek your command
I get every
Yet with light and air
Save this slave.

Best Nabi Dila More
Rose Hasher to take bath
Don’t forget the way
The words of the Holy Quran

Leave a Comment