এই যে সবুজ বন বনানী
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | তাফাজ্জল হোসাইন খান |
Song Writer | তাফাজ্জল হোসাইন খান |
এই যে সবুজ বন-বনানী
পাখির কলতান
তথাপি তোমরা মিথ্যা বলিবে
স্রষ্টার কোন দান ॥
আপন মনের মাধুরী মিশিয়ে
এই দুনিয়া দিলেন সাজিয়ে
না চাহিতে দেন বিলিয়ে
দীপ্ত আলোর বান ॥
অন্ধকারে মায়ের পেটে
দিলেন জীবন কে তোমাকে
মায়ের বুকে দুধের নহর
রাখলেন জারি অষ্ট প্রহর
এমন বন্ধু দরদি আর
নিত্য মেহেরবান ॥
Video Source