এই পদ্মা এই মেঘনা লিরিক্স । Ei Podda Ei Meghna Lyrics

এই পদ্মা এই মেঘনা

এই পদ্মা এই মেঘনা

Singer ফরিদা পারভিন
Tune আবু জাফর
Song Writer আবু জাফর

এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদীতটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ, এ আমার প্রেম
কত আনন্দ বেদনায়
মিলন-বিরহ সংকটে ॥

এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদপটে ॥

এই পদ্মা এই মেঘনা
এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতো
নদীও নারীর মতো কথা কয় ॥

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুঁয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে
কত আনন্দ-বেদনায়
মিলন-বিরহ সংকটে ॥

Visit

Leave a Comment