এই পদ্মা এই মেঘনা
Singer | ফরিদা পারভিন |
Tune | আবু জাফর |
Song Writer | আবু জাফর |
এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদীতটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ, এ আমার প্রেম
কত আনন্দ বেদনায়
মিলন-বিরহ সংকটে ॥
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদপটে ॥
এই পদ্মা এই মেঘনা
এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতো
নদীও নারীর মতো কথা কয় ॥
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুঁয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে
কত আনন্দ-বেদনায়
মিলন-বিরহ সংকটে ॥