এই দুনিয়া ছাড়ব যেদিন
Singer | শফিক |
Tune | মাসুদ রানা |
Song Writer | মাসুদ রানা |
এই দুনিয়া ছাড়ব যেদিন
থাকবে না কেউ আপন
কান্নাকাটি বন্ধ কইরা
কইরো দ্রুত দাফন
আমায় সাইরা নিও দাফন ॥
ও…….ও………ও……ও.
করাইও গোসল আমারে
আলতো কইরা ছুঁইও
কাফনেরই কাপড় দিয়ে
আমারে জড়াইও
খাটনিতে শোয়াইয়া আমায়
সাইরা নিও দাফন ॥
কবরে শোয়াইয়া মোরে
আসবে সবাই চলে
সাড়ে তিন হাত অন্ধকারে আমি
থাকবো মাটির তলে
চল্লিশ কদম আসলে হবে
শুরু হিসেবের ক্ষণ ॥
[Similar]