এই দুনিয়া ছাড়ব যেদিন লিরিক্স । Ei Duniya Sarbo Jedin Lyrics

এই দুনিয়া ছাড়ব যেদিন

এই দুনিয়া ছাড়ব যেদিন

Singer শফিক
Tune মাসুদ রানা
Song Writer মাসুদ রানা

এই দুনিয়া ছাড়ব যেদিন
থাকবে না কেউ আপন
কান্নাকাটি বন্ধ কইরা
কইরো দ্রুত দাফন
আমায় সাইরা নিও দাফন ॥
ও…….ও………ও……ও.

করাইও গোসল আমারে
আলতো কইরা ছুঁইও
কাফনেরই কাপড় দিয়ে
আমারে জড়াইও
খাটনিতে শোয়াইয়া আমায়
সাইরা নিও দাফন

কবরে শোয়াইয়া মোরে
আসবে সবাই চলে
সাড়ে তিন হাত অন্ধকারে আমি
থাকবো মাটির তলে
চল্লিশ কদম আসলে হবে
শুরু হিসেবের ক্ষণ ॥

[Similar]

Leave a Comment