এই দুটি চোখ দিয়েছ বলে লিরিক্স । Ai Duti Chokh Lyrics

এই দুটি চোখ দিয়েছ বলে

এই দুটি চোখ দিয়েছ

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

এই দুটি চোখ দিয়েছ বলে
দেখি যে কতই অপরূপ
নয়নাভিরাম ক্ষেত খামারে
জুড়াই জ্বালা বিধূর ধূপ ॥

ওই নিসর্গের বাঁকে বাঁকে
মন যে আমার পড়েই থাকে
তোমার কারুকাজের মেলায়
আনন্দে মোর ভরে যে বুক ॥

তোমার দেয়া চোখের শোকর
জানাবো তার ভাষা কই
যতই ভাবী ততই যেন
পলকহারা চেয়ে রই।

তোমার সৃষ্টি ওগো রহিম
দিক-দিগন্তে অশেষ অসীম
ফুল ফসলের অতুল শোভায়
বাকহারা হই রই যে চুপ ॥

[Similar]

Leave a Comment