এই তো জীবন লিরিক্স । Ai To Jibon Lyrics

এই তো জীবন

এই তো জীবন

Singer সাইফুল্লাহ মানছুর
Tune সাইফুল্লাহ মানছুর
Song Writer সাইফুল্লাহ মানছুর

এই তো জীবন
আজ আছি কাল নেই
পরশু এই মাটিতে
হবে যে ঠিকানা

সুখেরও প্রদীপ জ্বেলে বেঁধেছিলে
যে ঘর তুমি একদিন
সেই দীপ নিভে যাবে,
আঁধারের ঘর হবে রবে চিরদিন
এই তো নিয়তি কেউ আসে কেউ যায়
কেউ বা ফুরায় ॥

কত আশা আর ভালোবাসা দিয়ে
সুন্দর হয় এ জীবন
সবকিছু নিঃশেষ করে
দিয়ে যায় নিঠুর মরণ
বেদনার বালুচরে স্মৃতি শুধু খেলা করে
শূন্য বালুকায় ॥

[Similar]

Leave a Comment