এই গুনাহগার প্রভু লিরিক্স । Ei Gunahgar Provu Lyrics

এই গুনাহগার প্রভু

এই গুনাহগার প্রভু

Singer মতিউর রহমান মল্লিক
Tuune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

এই গুনাহগার প্রভু
দয়া ছাড়া কিছু চায় না
জ্বলে-পুড়ে গেল বুক
সেরে দাও সব অসুখ
সওয়া যায় না ॥

শুনেছি রজনী এলে দিবস আসে
আলোয় আলোয় সারা ভুবন ভাসে
মেঘে ঢাকা এই মন
কাঁদে শুধু অনুক্ষণ
রোদ পায় না ॥

আর তো পারি না আমি বুক ভেঙে যায়
সান্ত্বনা তুমি ছাড়া কে দেবে আমায়
বল কে দেবে আমায়।

তুমি তো সীমানাবিহীন অসীম অপার
অশেষ অসীম তব দয়ার পাথার
দুটি হাত পেতে পেতে
সে দয়ার কিছু নিতে
বড় বায়না ॥

Visit

Leave a Comment