ইঞ্জিনটা চইলা গেলে
Singer | নুরুদ্দিন |
Tune | চৌধুরী আবদুল হালিম |
Song Writer | চৌধুরী আবদুল হালিম |
ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়
ডাব্বাটা পইড়া রইবো এই যে দুনিয়ায়
মাটির এ দেহটারে মাটিতে বিছাই
সঙ্গী সাথি আইবো ফিরা
নাই রে নাই রে নাই ॥
সাড়ে তিন হাত মাটির ঘর
অন্ধকার সে কবর
আলো কে জ্বালাইবো খবর রাখলা না
মাওলা যদি থাকেন রাজি
আলো জ্বালাইবো মাঝি
নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ॥
হাশরের ময়দানে কী হবে কে জানে
আরশের ছায়া মিলবে কি না জানি না
থাকবে না কোনো সুজন
ইয়া নফসি ইয়া নফসি মন
ওই পাড়ে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই ॥
[Similar]