ইঞ্জিনটা চইলা গেলে লিরিক্স । Injinta Choila Gele Lyrics

ইঞ্জিনটা চইলা গেলে

Singer নুরুদ্দিন
Tune চৌধুরী আবদুল হালিম
Song Writer চৌধুরী আবদুল হালিম

 

ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়
ডাব্বাটা পইড়া রইবো এই যে দুনিয়ায়
মাটির এ দেহটারে মাটিতে বিছাই
সঙ্গী সাথি আইবো ফিরা
নাই রে নাই রে নাই ॥

সাড়ে তিন হাত মাটির ঘর
অন্ধকার সে কবর
আলো কে জ্বালাইবো খবর রাখলা না
মাওলা যদি থাকেন রাজি
আলো জ্বালাইবো মাঝি
নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ॥

হাশরের ময়দানে কী হবে কে জানে
আরশের ছায়া মিলবে কি না জানি না
থাকবে না কোনো সুজন
ইয়া নফসি ইয়া নফসি মন
ওই পাড়ে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই ॥

[Similar]

Leave a Comment