আল্লাহ নামের তাসবিহ আমার লিরিক্স । Allah Namer Tasbih Amar Lyrics

আল্লাহ নামের তাসবিহ আমার

আল্লাহ নামের তাসবিহ আমার

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

আল্লাহ নামের তাসবিহ আমার
আকুল ব্যাকুল প্রাণে
আনে সাড়া এ কোন সাড়া
এ যেন ফুলের বনে আসলো ফাগুন
এ যেন মধু অলির গুন-গুনা-গুন
পাগল করা মাতাল করা
আল্লাহ আল্লাহ আল্লাহ

জপে ওই নাম হজরত আদম
সকল ভুলের পেলেন মাফি
অগ্নিকুণ্ডে ইবরাহিমের
ওই নাম-ই যে ছিল কাফি
জপে ওই নাম ঝরাবো লোর
জপে ওই নাম রবো বিভোর
আয় ছুটে আয় আশেক যারা ॥

জপে ওই নাম পেতে পারি গুনাহ মাফি
মানুষ নামের কলঙ্ক হই পাপী-তাপী
জপলে ওই নাম খালেস দিলে
ভয় থাকে না কোনো মনে
জপলে ও নাম এহতেছাবান
হয় না যেতে গহীন বনে
জপলে ওই নাম কাঁদন জুড়ে
জপলে ওই নাম বাঁধন ছিঁড়ে
যায় হেরে যায় ফেরেশতারা।

জপে ও নাম হতে পারি বিপ্লবী বীর
ভয় না করে দিতে পারি নারায়ে তাকবির
জপে ও নাম হজরত ওমর
হলো শাসক বিশ্বজয়ী
জপে ও নাম হজরত খালিদ
সেপাহসালার দিগবিজয়ী
জপে ও নাম গড়বো আবার
ইসলামি সেই সমাজ খোদার
আয় ছুটে আয় শেরদিল যারা ॥

[Similar]

Leave a Comment