আল্লাহ তোমার স্নেহের ছায়ায় লিরিক্স । Allah Tomar Sneher Chayay Lyrics

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

Singer মারুফ আল্লাম
Tune মশিউর রহমান
Song Writer জুলফিকার হায়দার

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
আমরা বেঁচে আছি
তোমার দয়ায় অতুল মায়ায়
আমরা বেঁচে আছি ॥

কত শত নেয়ামত দিয়েছ তুমি
উদার আকাশ আর সবুজ ভূমি
দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস
পৌঁছতে তোমার কাছাকাছি ॥

পথ না ভুলি তাই দিয়েছ
কুরআন হাজার বছর আগে
তোমার দেয়া ওই রাসূলের বাণী
তাই তো মধুর লাগে।

তবু যদি মোরা ভুলি গো তোমায়
মুছে দাও কালিমা অসীম ক্ষমায়
আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা
তোমার রহম সদাই যাচি ॥

Leave a Comment