আল্লাহ তোমার মধুর নামে লিরিক্স । Allah Tomar Modhur Name Lyrics

আল্লাহ তোমার মধুর নামে

আল্লাহ তোমার মধুর নামে

Singer হাসিনুর রব মানু ও সহশিল্পী
Singer হাসিনুর রব মানু
Song Writer হাসিনুর রব মানু

আল্লাহ তোমার মধুর নামে
গান বাঁধি অনায়াসে
আকাশ আমায় দেয় যে কথা
বাতাসে সুর ভাসে ॥

কোন নামেতে ডাকি তোমায়
সব নামই যে মধুমাখা
তুমি রহিম তুমি করিম
তুমি প্রিয় আল্লাহ তাআলা
ধরা হতে সাত আসমানে
কে না বল সে নাম জপে ॥

গাছ-গাছালি পাখ-পাখালি
যে যার ভাষায় তোমায় ডাকে
মেঘ ভাসে শূন্য আকাশে
প্রজাপতি ফুলশাখে
ধান ক্ষেতে আর সর্ষে ফুলে
ফড়িং নাচে কোন উল্লাসে ॥

[Similar]

Leave a Comment