আল্লাহ তোমার নূরের দেখা
Singer | আসিফ, ইমরান, বালাম |
Tune | মীর মাসুম |
Song Writer | গোলাম কবির রনি |
আল্লাহ তোমার নূরের দেখা
আমি পেতে চাই
দ্বীনের পথে হেঁটে হেঁটে
মুমিন হতে চাই
রহমতের কাঙাল আমি
তোমার পানাহ চাই ॥
আমি অন্ধ ভালোমন্দ বুঝি না কিছুই
ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়
তুমি উপায় দাও আমায় ॥
তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিলা মেলায়
পরপারের চিন্তা-ভাবনা ছাড়ে না আমায়
তুমি উপায় দাও আমায় ॥
English version
May God see your light
i want to get
Walk on the path of religion
I want to be a believer
I am the beggar of mercy
I want your drink
I am blind and do not understand anything
I am confused by the grave sin
You give me a way
You are pure Sudha Sadhya in Ranila Mela
Other people’s thoughts don’t leave me
You give me a way