আল্লাহ তোমার নূরের দেখা লিরিক্স । Allah Tomar Nurer Dekha Lyrics

আল্লাহ তোমার নূরের দেখা

আল্লাহ তোমার নূরের দেখা

Singer আসিফ, ইমরান, বালাম
Tune মীর মাসুম
Song Writer গোলাম কবির রনি

আল্লাহ তোমার নূরের দেখা
আমি পেতে চাই
দ্বীনের পথে হেঁটে হেঁটে
মুমিন হতে চাই
রহমতের কাঙাল আমি
তোমার পানাহ চাই ॥

আমি অন্ধ ভালোমন্দ বুঝি না কিছুই
ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়
তুমি উপায় দাও আমায় ॥

তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিলা মেলায়
পরপারের চিন্তা-ভাবনা ছাড়ে না আমায়
তুমি উপায় দাও আমায় ॥

Visit

English version

May God see your light
i want to get
Walk on the path of religion
I want to be a believer
I am the beggar of mercy
I want your drink

I am blind and do not understand anything
I am confused by the grave sin
You give me a way

You are pure Sudha Sadhya in Ranila Mela
Other people’s thoughts don’t leave me
You give me a way

Leave a Comment