আল্লাহ তোমার কাছে
Singer | Unknown |
Tune | মশিউর রহমান |
Song Writer | জাফর ফিরোজ |
আল্লাহ তোমার কাছে আমার
এই মোনাজাত
আর না কিছু চাই গো আমি
চাই গো নাজাত ॥
কুরআনের সাথে এসে
টুকরো কাপড় যদি
মর্যাদায় আসীন হয়ে
থাকে নিরবধি
তেমনি করে আমায় তুমি
দিও গো হায়াত ॥
সিদ্দিক হয়ে আবু বকর
ছড়িয়েছেন আলো
তেমনি করে আমার মনে
তোমার রহম ঢালো
উমরের মতো আমায় দাও
সাহসী সেই হাত ॥
উসমান যেমন ছুটে যেতেন
অভাবীদের দ্বারে
তেমনি আমায় ছুটাও প্রভু
দুখিদের দ্বারে দ্বারে
আলির মতো প্রজ্ঞা জ্ঞানে
বক্ষ করো কাত ॥