আল্লাহ তোমার কাছে লিরিক্স । Allah Tomar Kase Lyrics

আল্লাহ তোমার কাছে

আল্লাহ তোমার কাছে

Singer Unknown
Tune মশিউর রহমান
Song Writer জাফর ফিরোজ

আল্লাহ তোমার কাছে আমার
এই মোনাজাত
আর না কিছু চাই গো আমি
চাই গো নাজাত ॥

কুরআনের সাথে এসে
টুকরো কাপড় যদি
মর্যাদায় আসীন হয়ে
থাকে নিরবধি
তেমনি করে আমায় তুমি
দিও গো হায়াত ॥

সিদ্দিক হয়ে আবু বকর
ছড়িয়েছেন আলো
তেমনি করে আমার মনে
তোমার রহম ঢালো
উমরের মতো আমায় দাও
সাহসী সেই হাত ॥

উসমান যেমন ছুটে যেতেন
অভাবীদের দ্বারে
তেমনি আমায় ছুটাও প্রভু
দুখিদের দ্বারে দ্বারে
আলির মতো প্রজ্ঞা জ্ঞানে
বক্ষ করো কাত ॥

Visit

Leave a Comment