আল্লাহ তুমি সৃষ্টিকারী
Singer | Unknown |
Tune | কামরুল ইসলাম হুমায়ুন |
Song Writer | হাসান আখতার |
আল্লাহ তুমি-সৃষ্টিকারী
সকল জীবের লালনকারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেবো পাড়ি ॥
তোমার দয়ায় পাখি গায়
ঝরনাধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ওই গান
কোকিলেরই কহুতান
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি সবার পালনকারী ॥
মৌনতা ওই আকাশের
ছবি আঁকা সবুজের
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে সে রূপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি ॥
Video Source