আল্লাহ তুমি রেজেকদাতা লিরিক্স । Allah Tumi Rejekdata Lyrics

আল্লাহ তুমি রেজেকদাতা

আল্লাহ তুমি রেজেকদাতা

Singer Unknown
Song Writer ফররুখ আহমদ

আল্লাহ তুমি রেজেক দাতা
নাম তাই রাজ্জাক
সব প্রাণীকে দাও যে রুজি
দাও তুমি খোরাক ॥

তোমার তারিফ, তোমার গানে
জেগে উঠে ভোর বিহানে
বিলে ঝিলে মাঠে রুজি
পায় যে পাখির ঝাঁক ॥

মৌমাছিরা গুনগুনিয়ে
যায় যে কাজে গান শুনিয়ে
মধু খেয়ে সারাটা দিন
বাঁধে সে মৌচাক ॥

পিঁপড়া যে পায় খুঁজে আহার
কঠিন শ্রমের ময়দানে আর
কাজ করে যায় সারাটি ক্ষণ
শোনে কাজের ডাক ॥

Leave a Comment