আল্লাহ তুমি অপরূপ
Singer | মুজাহিদ |
Tune | ওয়াদুদ শরীফ আরিফ |
Song Writer | ওয়াদুদ শরীফ আরিফ |
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর ॥
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে ওঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছ বুকের গভীর গহীন ভেতর ॥
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবি তোমার দান
তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর ॥