আল্লাহ তুমি অপরূপ লিরিক্স । Allah Tumi Oporup Lyrics

আল্লাহ তুমি অপরূপ

আল্লাহ তুমি অপরূপ

Singer মুজাহিদ
Tune ওয়াদুদ শরীফ আরিফ
Song Writer ওয়াদুদ শরীফ আরিফ

আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর ॥

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে ওঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছ বুকের গভীর গহীন ভেতর ॥

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবি তোমার দান
তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর ॥

Leave a Comment