আল্লাহ এই দেশ তোমারই দান লিরিক্স । Allah Ei Desh Tomari Dan Lyrics

আল্লাহ এই দেশ তোমারই দান

আল্লাহ এই দেশ তোমারই দান

Singer বশির আহমদ
Tune বশির আহমদ
Song Writer ইসহাক ওবায়েদী

আল্লাহ!
আল্লাহ!
আল্লাহ!
এই দেশ তোমারই দান
কৃতজ্ঞ আমরা তোমার কাছে
রেখো আমাদের মান ॥

পাখিদের গুঞ্জন
শিশুদের কল্লোল
সূর্যের দীপ্তি
ফুল শাখে এ হিল্লোল
কোকিলের কুহু তান
এই সব তোমারই দান ॥

বাতাসের সৌরভ
সবুজের গৌরব
আকাশের নীলিমা
আবিরের লালিমা
নদীর ওই কলতান
এই সব তোমারই দান ॥

Visit

Leave a Comment