আল্লাহ এই দেশ তোমারই দান
Singer | বশির আহমদ |
Tune | বশির আহমদ |
Song Writer | ইসহাক ওবায়েদী |
আল্লাহ!
আল্লাহ!
আল্লাহ!
এই দেশ তোমারই দান
কৃতজ্ঞ আমরা তোমার কাছে
রেখো আমাদের মান ॥
পাখিদের গুঞ্জন
শিশুদের কল্লোল
সূর্যের দীপ্তি
ফুল শাখে এ হিল্লোল
কোকিলের কুহু তান
এই সব তোমারই দান ॥
বাতাসের সৌরভ
সবুজের গৌরব
আকাশের নীলিমা
আবিরের লালিমা
নদীর ওই কলতান
এই সব তোমারই দান ॥