আল্লাহ আমার রব
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | তাফাজ্জল হোসাইন খান |
Song Writer | তাফাজ্জল হোসাইন খান |
আল্লাহ-আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু-মনে তাঁরই অনুভব ॥
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথই নেয়ামাতে ডুবে আছি সবাই
পাখ-পাখালির গানে শুনি তাসবিহ কলরব ॥
আকাশে সুনীলে ধরণীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।
তোমার মদদ পেলে
আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল
আমি কী দিয়ে নিভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব ॥
[Source]
1 thought on “আল্লাহ আমার রব লিরিক্স । Allah Amar Rob Lyrics”