আল্লাহ আমার প্রভু
Singer | আব্বাসউদ্দিন আহমদ |
Tune | কাজী নজরুল ইসলাম |
Song Writer | কাজী নজরুল ইসলাম |
আল্লাহ আমার প্রভু,
আমার নাহি নাহি ভয়
আমার নবি মোহাম্মদ,
যাঁহার তারিফ জগৎময় ॥
আমার কীসের শঙ্কা
কুরআন আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম,
মুসলিম আমার পরিচয় ॥
কলেমা আমার তাবিজ,
তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার বর্ম,
হেলাল আমার খুরশিদ ॥
আল্লাহু আকবর ধ্বনি
আমার জেহাদ-বাণী
আখের মোকাম ফেরদৌস,
খোদার আরশ যথায় রয় ॥
আরব মেসের চীন হিন্দ
কুল-মুসলিম-জাহান মোর ভাই
কেহ নয় উচ্চ কেহ নীচ,
মানুষ সমান সবাই ॥
এক জাতি এক দীল এক প্রাণ
আমির ফকিরে ভেদ নাই,
এক তকবিরে জেগে উঠি,
আমার হবেই হবে জয় ॥