আল্লাহ আমার প্রভু লিরিক্স | Allah amar provu lyrics

 

আল্লাহ আমার প্রভু

আল্লাহ আমার প্রভু

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

আল্লাহ আমার প্রভু,
আমার নাহি নাহি ভয়
আমার নবি মোহাম্মদ,
যাঁহার তারিফ জগৎময় ॥

আমার কীসের শঙ্কা
কুরআন আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম,
মুসলিম আমার পরিচয় ॥

কলেমা আমার তাবিজ,
তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার বর্ম,
হেলাল আমার খুরশিদ ॥

আল্লাহু আকবর ধ্বনি
আমার জেহাদ-বাণী
আখের মোকাম ফেরদৌস,
খোদার আরশ যথায় রয় ॥

আরব মেসের চীন হিন্দ
কুল-মুসলিম-জাহান মোর ভাই
কেহ নয় উচ্চ কেহ নীচ,
মানুষ সমান সবাই ॥

এক জাতি এক দীল এক প্রাণ
আমির ফকিরে ভেদ নাই,
এক তকবিরে জেগে উঠি,
আমার হবেই হবে জয় ॥

Leave a Comment