আল্লাহু এই নামটি নিলে
Singer | Unknown |
Tune | লিটন হাফিজ চৌধুরী |
Song Writer | লুৎফর রহমান |
আল্লাহু এই নামটি নিলে
পাই পরম সুখ
ও নাম নিলে যায় রে কেটে
জীবনের সব দুঃখ ॥
ও নাম নিলে পথহারা পায়
সঠিক পথের দিশা
ও নাম নিলে যায় কেটে যায়
কঠিন অমানিশা ॥
ও নাম জপে চাঁদ সিতারা
ওই দূর গগন পুরে
সকল আঁধার যায় কেটে যায়
ওই নামেরি নূরে ॥