আল্লাহু আল্লাহু কী যে মধুর নাম লিরিক্স । Allahu Allahu Lyrics

আল্লাহু আল্লাহু কী যে মধুর নাম

আল্লাহু আল্লাহু

Singer মশিউর রহমান
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

আল্লাহু আল্লাহু
কী যে মধুর নাম
ধরার তামাম মণি-মুক্তা
পান্না হীরা সোনা দানা
হয় না তাহার দাম ॥

আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি
পাখ-পাখালির কণ্ঠে শুনি
নিত্য অবিরাম ॥

ডাকলে ও নাম সোহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
রাখলে ও নাম মনের কাবায়
নাচে রক্ত ঘাম ॥

Video Source

Leave a Comment