আল্লাহু আল্লাহু কী যে মধুর নাম
Singer | মশিউর রহমান |
Tune | তাফাজ্জল হোসাইন খান |
Song Writer | তাফাজ্জল হোসাইন খান |
আল্লাহু আল্লাহু
কী যে মধুর নাম
ধরার তামাম মণি-মুক্তা
পান্না হীরা সোনা দানা
হয় না তাহার দাম ॥
আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি
পাখ-পাখালির কণ্ঠে শুনি
নিত্য অবিরাম ॥
ডাকলে ও নাম সোহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
রাখলে ও নাম মনের কাবায়
নাচে রক্ত ঘাম ॥
Video Source