আল্লাহর রঙে যারা রাঙা হতে চায়
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | সাইফুল্লাহ মানছুর |
Song Writer | গোলাম মোহাম্মদ |
আল্লাহর রঙে যারা রাঙা হতে চায়
জগতের সেরা রং তারা শুধু পায় ॥
গোলাপের সাধ্য কি সে রং ধরে
নেই তার তুলনা এ চরাচরে
শুধু আল্লাহ প্রিয়দের সে রঙে সাজায় ॥
সত্যবাদী যারা সুপথে চলে
আপনার শখ ভুলে অন্যের তরে
বিনীত চোখ তার নদী না ধরে
জিহাদে কঠোর বীর থাকে না ঘরে
পায় খোদার খুশির রং তারাই গলে ॥
কী সাধ্য জুঁই চামেলির
কিংবা বর্ণিল এই পৃথিবীর
সে রঙের মতো হবে উজ্জ্বলতায় ॥
[Similar]