আল্লাহর রঙে যারা রাঙা লিরিক্স । Allhar Ronge jara ranga hote chay Lyrics

আল্লাহর রঙে যারা রাঙা হতে চায়

আল্লাহর রঙে যারা রাঙা

Singer সাইফুল্লাহ মানছুর
Tune সাইফুল্লাহ মানছুর
Song Writer গোলাম মোহাম্মদ

আল্লাহর রঙে যারা রাঙা হতে চায়
জগতের সেরা রং তারা শুধু পায় ॥

গোলাপের সাধ্য কি সে রং ধরে
নেই তার তুলনা এ চরাচরে
শুধু আল্লাহ প্রিয়দের সে রঙে সাজায় ॥

সত্যবাদী যারা সুপথে চলে
আপনার শখ ভুলে অন্যের তরে
বিনীত চোখ তার নদী না ধরে
জিহাদে কঠোর বীর থাকে না ঘরে
পায় খোদার খুশির রং তারাই গলে ॥

কী সাধ্য জুঁই চামেলির
কিংবা বর্ণিল এই পৃথিবীর
সে রঙের মতো হবে উজ্জ্বলতায় ॥

[Similar]

Leave a Comment