আমি যদি কোনো দিন লিরিক্স । Ami Jodi Konodin Poth Vhule Jai Lyrics

আমি যদি কোনো দিন

আমি যদি কোনো দিন

Singer শাহাবুদ্দীন
Tune মশিউর রহমান
Song Writer জাকির আবু জাফর

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই
হাতছানি দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও ॥

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো কর না তুমি বাদ প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও ॥

ভুল ছাড়া জীবনে আর কী আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।

তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
সেই পথে চলবার শক্তি দিও ॥

Visit

Leave a Comment