Singer | মশিউর রহমান |
Tune | চৌধুরী গোলাম মাওলা |
Song Writer | চৌধুরী গোলাম মাওলা |
আমি তোমার মতো আপন করে
আর কারে পাই বলো
হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে
সঙ্গে তুমি চলো ॥
একটুখানি রোদের কষ্টে
দাও মেলে দাও ছায়া
কাঙাল এ প্রাণ ক্লান্ত যখন
দাও ঢেলে দাও মায়া
এমন সবুজ আঁচল সুমিষ্ট জল
ওষ্ঠে তুমি তোল ॥
তুমি আমার প্রভু আমার ভালোবাসা
আমার সুখ আমার দুঃখ
আমার আলো আশা।
সন্ধ্যা যখন দিগন্তেরই
রেখা ধরে নামে
পাখ-পাখালির সুরটি যখন
আস্তে করে থামে
তখন মৌনতারই মিহিন সুরে
আমায় তুমি ডাকো ॥
[Similar]