আমি তোমার মতো আপন করে লিরিক্স । Ami tomar moto apon kore Lyrics

আমি তোমার মতো আপন করে

Singer মশিউর রহমান
Tune চৌধুরী গোলাম মাওলা
Song Writer চৌধুরী গোলাম মাওলা

 

আমি তোমার মতো আপন করে
আর কারে পাই বলো
হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে
সঙ্গে তুমি চলো ॥

একটুখানি রোদের কষ্টে
দাও মেলে দাও ছায়া
কাঙাল এ প্রাণ ক্লান্ত যখন
দাও ঢেলে দাও মায়া
এমন সবুজ আঁচল সুমিষ্ট জল
ওষ্ঠে তুমি তোল ॥

তুমি আমার প্রভু আমার ভালোবাসা
আমার সুখ আমার দুঃখ
আমার আলো আশা।

সন্ধ্যা যখন দিগন্তেরই
রেখা ধরে নামে
পাখ-পাখালির সুরটি যখন
আস্তে করে থামে
তখন মৌনতারই মিহিন সুরে
আমায় তুমি ডাকো ॥

[Similar]

Leave a Comment