আমি চোখ বুজে দেখি
Singer | নওশাদ মাহফুজ |
Tune | জুলকারনাইন বাহলুল |
Song Writer | রেজাউল করিম |
আমি চোখ বুজে দেখি
আমারই লাশ কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাঁদিছে আপন যারা ॥
সবাই দাঁড়ালো জানাজা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকী কাটাবো কবরে
আমি যে হলেম সাথি হারা ॥
আমি তো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী বইতে হবে
সকল পাপের বোঝা।
মাথার ওপরে সূর্য আসে
পায়ের নিচে তামার জামিন
ওই দোজখের আগুন জ্বলছে
হাঁকছে ফেরেশতারা ॥
[Similar]
[মরমি গজল]