আমি চোখ বুজে দেখি লিরিক্স । Ami Chokh Buje Dekhi Lyrics

আমি চোখ বুজে দেখি

আমি চোখ বুজে দেখি

Singer নওশাদ মাহফুজ
Tune জুলকারনাইন বাহলুল
Song Writer রেজাউল করিম

 

আমি চোখ বুজে দেখি
আমারই লাশ কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাঁদিছে আপন যারা ॥

সবাই দাঁড়ালো জানাজা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকী কাটাবো কবরে
আমি যে হলেম সাথি হারা ॥

আমি তো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী বইতে হবে
সকল পাপের বোঝা।

মাথার ওপরে সূর্য আসে
পায়ের নিচে তামার জামিন
ওই দোজখের আগুন জ্বলছে
হাঁকছে ফেরেশতারা ॥

[Similar]

[মরমি গজল]

Leave a Comment