আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স – Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics

 

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

Singer শাহাবুদ্দীন শিহাব
Tune মামুন মাহফুজ
Song Writer কবির আল মামুন

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্তকাল অবিরত ॥

হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছাড়া চাই না আমি
হীরা মানিক শত শত ॥

মা যে হলো প্রেম-মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভু মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
সকল বেদনা যত ॥

[Similar]

Leave a Comment