আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
Singer | শাহাবুদ্দীন শিহাব |
Tune | মামুন মাহফুজ |
Song Writer | কবির আল মামুন |
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্তকাল অবিরত ॥
হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছাড়া চাই না আমি
হীরা মানিক শত শত ॥
মা যে হলো প্রেম-মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভু মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
সকল বেদনা যত ॥
[Similar]