আমি গোনাহগার চাহি করুণা
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | সাইফুল্লাহ মানছুর |
Song Writer | গোলাম মোহাম্মদ |
আমি গোনাহগার চাহি করুণা তোমার
তুমি তো দয়ালু দাতা গাফুর ও সাত্তার ॥
আমার যে হায় গোনাহ কত
পদস্খলন শত শত
দগ্ধ নত কাঙাল শুধু
তোমার করুণার ॥
তুমি পারো মুছতে জ¦ালা
দিতে পারো জয়ের মালা
এই হাতে দাও শক্তি যেন
পাপ না করি আর ॥
তোমার দয়ার খোশবু দাও
আমার ব্যর্থতা তুমি ঘুচাও
মন জুড়ে দাও সফলতা
উজালা করো দরবার ॥