আমি কেন জানি কখনো তোমায়

Singer | মারিয়া তাসকিন |
Tune | আবুল আলা মাসুম |
Song Writer | আবুল আলা মাসুম |
আমি কেন জানি কখনো তোমায়
বলতে পারিনি মা
ভালোবাসি আমি ভালোবাসি আমি
ভালোবাসি তোমায়
কেনো যেন আমি বোঝাতে পারিনি
কতটা ভালোবাসি
কষ্ট কিংবা আনন্দঘন উদ্বেল সময় ॥
ফুল ভালোবাসি রূপ আছে তার
সুবাস মন মাতানো
ফল ভালোবাসি মিটায় ক্ষুধা
স্বাদ নয় যেনতেন
কিন্তু তোমায় কেন ভালোবাসি
বুঝতে পারিনি মা
ভালোবাসি ভালোবাসি একথা
বলতে পারি না ॥
সব মমতা
প্রেয়সীর প্রেম যায় ফুরিয়ে সময় হলে পার
মায়ের মমতা প্রেম ভালোবাসা নয়তো হারাবার ॥
কখনো ভেবেছি চিৎকার করে
ভালোবাসি বলি মা
অদৃশ্য কোন শক্তি বলে না তা করো না
মার ভালোবাসা হালকা কিবা
ঠুনকো বিষয় নয় তাই
তুমি বল আর নাই বল মাকে
মার নয় অজানা।
[Similar]
English Version
I don’t know why I
Couldn’t say mom
i love you, love you,
love you
I could not make you understand
how much love you mom
in tough times or happy times.
I love flowers
as they has aroma is intoxicating
I Love the fruit to satisfy hunger
with the taste
But why do I love you?
I didn’t understand you mom
I love Mom
can’t say it
All compassion
Beloved’s love runs out when it’s time
but Mother’s love is everlasting.
Sometime I would like to shouting out
I love you mom
but an invisible force says-
don’t do that
Mom’s love is not light or brittle
You say or not to mom
It’s not unknown to her