আমি কুরআনের কর্মী লিরিক্স-Ami Quraner Kormi Lyrics

আমি কুরআনের কর্মী- Ami Quraner Kormi Lyrics

আমি কুরআনের কর্মী লিরিক্স- Ami Quraner Kormi Lyrics

Singer Abdus Salam
Tune Abdus Salam
Lyrics Abdus Salam

আমি কুরআনের কর্মী
আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে,
আমি কারাগার থেকে গানে গানে
কথা বলছি সবার তরে,
আমি ভালো আছি বেশ ভালো আছি,
নেই দুঃখ বেদনা কোনো,
শুধু দোয়া চাই সবে দোয়া কর,
যারা তোমরা আমাকে চেনো ।

আমি সত্য পথের পথিক বন্ধু
শুধু এই দোষ বলে,
আজ বহু দিন মাস,কারাগারে আছি
বাতিলের রোষানলে ।।
তবু দুঃখ করিনা আল্লাহ সহায়
নেই নেই কোন ভয়,
আমি বিশ্বাস করি মিথ্যাচারের
হবে হবে পরাজয় ।
আ…….

আমি মেঘনায় থাকি,তিন, খাতা এক,
আছি আছি বেশ ভালো,
শুধু বহুদিন ধরে দেখেনা দুচোখ
বাহিরের কোনো আলো ।
আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে
সাথীদের নেই খোঁজ,
তাই দেখার স্লিপের আশায় আশায়
কেটে যায় দিন রোজ ।
বুঝি বহুদিন ধরে দেখেনি দু-চোখ
দুঃখীনি মায়ের মুখ,
আর বাবার স্নেহের কথা মনে পড়ে
কেঁদে কেঁদে ওঠে বুক ।

আমি মাঝে মাঝে দেখি গ্রীলের ওপাশে
দাঁড়িয়ে কাঁদছে মা,
তাঁর কাঁদা কাঁদা মুখ দেখে যাই
কিছু বলতে যে পারিনা ।।

আমি পরক্ষণেই নিজেকে চিনিয়া
ভুলে যাই সব ব্যাথা,
আর মাকে বলি মা ভালো থেকো,
এই বলে করি শেষ কথা ।
আ…….

আমি মমতার সব হাতছানি ভুলে
তাঁহাদের কথা বলি,
যারা দ্বীনের তরে নির্যাতন আর
নিপীড়ন সয় সবি ।
যাঁরা দ্বীনের আলোয় আলোকিত
চায় দেখতে এই জমিন,
আর পাজরের রাঙা খুন ঢেলে দিয়ে
পরিশোধ করে ঋন ।

আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ
অনেক স্বার্থপর,
তাই তাঁহাদের মত পারিনি-ক হতে,
পড়ে আছি কারাগার ।।

আমি পারিনি-ক হতে মালেকের মত
সেই সৌভাগ্যবান,
যিনি দ্বীনের তরে নিজের জীবন
করে গেছে কোরবান ।
আ……

Leave a Comment