আমার যত দুঃখ সুখে মাকে কাছে পাই
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | মশিউর রহমান |
Song Writer | জাকির আবু জাফর |
আমার যত দুঃখ সুখে মাকে কাছে পাই
মায়ের মতো এমন আপন
আর তো কেহ নাই ॥
মায়ের মুখে ঝিলিক দেয়া
একটু মধুর হাসি
ঝড়ের বুকে বিজলি যেমন
ছড়ায় আলোর রাশি
এই হাসিতে ভুবন উজ্বল
বোঝে না সবাই ॥
মায়ের আদর সোহাগ ছাড়া
নাই কাহারো গতি
মায়ের দোয়া পেলে বাড়ে
সবার মনের জ্যোতি ॥
কত আপন মানুষ আছে
আছে প্রিয়মুখ
মায়ের মুখের মতো এমন
আর মিলে না সুখ
স্বার্থবিহীন ভালোবাসা
কোথায় এমন পাই ॥
[Similar]