আমার যত দুঃখ সুখে মাকে কাছে পাই লিরিক্স -Amar joto Dukkho sukhe Lyrics

 

আমার যত দুঃখ সুখে মাকে কাছে পাই

 

Singer সাইফুল্লাহ মানছুর
Tune মশিউর রহমান
Song Writer জাকির আবু জাফর

আমার যত দুঃখ সুখে মাকে কাছে পাই
মায়ের মতো এমন আপন
আর তো কেহ নাই ॥

মায়ের মুখে ঝিলিক দেয়া
একটু মধুর হাসি
ঝড়ের বুকে বিজলি যেমন
ছড়ায় আলোর রাশি
এই হাসিতে ভুবন উজ্বল
বোঝে না সবাই ॥

মায়ের আদর সোহাগ ছাড়া
নাই কাহারো গতি
মায়ের দোয়া পেলে বাড়ে
সবার মনের জ্যোতি ॥

কত আপন মানুষ আছে
আছে প্রিয়মুখ
মায়ের মুখের মতো এমন
আর মিলে না সুখ
স্বার্থবিহীন ভালোবাসা
কোথায় এমন পাই ॥

[Similar]

Leave a Comment