আমার মায়ের সোনার নোলক লিরিক্স । Amar Mayer Shonar Nolok Lyrics

আমার মায়ের সোনার নোলক

Singer আমিরুল মোমেনীন মানিক
Singer আমিরুল মোমেনীন মানিক
Song Writer আল মাহমুদ

আমার মায়ের সোনার নোলক
হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি
সারা বাংলাদেশে

নদীর কাছে গিয়েছিলাম
আছে তোমার কাছে?
হাত দিও না আমার শরীর
ভরা বোয়াল মাছে,
বলল কেঁদে তিতাস নদী
হরিণ বেড়ের বাঁকে
সাদা পালক বকরা যেথায়
পাখ ছড়িয়ে থাকে ॥

জল ছাড়িয়ে দল হারিয়ে
গেলাম বনের দিক
সবুজ বনের হরিণ টিয়ে
করে রে ঝিকমিক ॥

বনের কাছে এই মিনতি
ফিরিয়ে দেবে ভাই
আমার মায়ের গয়না নিয়ে
ঘরকে যেতে চাই,
কোথায় পাব তোমার মায়ের
হারিয়ে যাওয়া ধন
আমরা তো সব পাখ-পাখালি
বনের সাধারণ ॥

সবুজ চুলে ফুল পিন্দেছি
নোলক পরি না তো
ফুলের গন্ধ চাও যদি নাও
হাত পাতো হাত পাতো ॥

Visit

Leave a Comment