আমার মায়ের কথা শুধু মনে পড়ে লিরিক্স- Amar Mayer Kothashudhu Mone Pore Lyrics

 

আমার মায়ের কথা শুধু মনে পড়ে

আমার মায়ের কথা

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

আমার মায়ের কথা শুধু মনে পড়ে
মা যে আমার কেমন আছে
দূরের মাটির ঘরে

কেমন আছে ছোট্ট নদীটুকু
কেমন আছে মিষ্টি আমার খুকু
কত ফুল যে ঝরে পড়ে
কালবোশেখীর ঝড়ে ॥

পূবের মাঠে কেমন হলো ধান
ভোরের পাখি কেমন করে গান
কেমন আছে পেয়ারা পাতা ফুল
ওড়ে নাকি খুকির এলো চুল।

নদীর চরে ওড়ে নাকি বালু
মাঠে মাঠে হয় কি রাঙা আলু
মা কি এখন শিরনী রাঁধে
সেসব মনে পড়ে ॥

[Source]

Leave a Comment