আমার মায়ের কথা পড়লে মনে লিরিক্স – Amar Mayer Kotha Porle Mone Lyrics

 

আমার মায়ের কথা পড়লে মনে

আমার মায়ের কথা পড়লে মনে

Singer নওশাদ মাহফুজ
Tune আবদুস সালাম
Song Writer আবদুস সালাম

আমার মায়ের কথা পড়লে মনে
আঁধারের মেঘে ঢেকে যায় হৃদয়
শ্রাবণের বারি যেন দুচোখ ভরে
বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়
মাগো মাগো ॥

মায়ের আঁচল নীড়ে তোমরা যারা
আছো মার স্নেহের ছায়ায়
বুঝবে কী করে বল, মা ছাড়া
এ জীবন কত অসহায়
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা ॥

হে রহমান তোমার কাছে শুধু
এই মোনাজাত
মাকে তুমি ক্ষমা করো,
দাও উপহার চির জান্নাত।

স্বার্থবিহীন এত ভালোবাসা
দেবে কে মায়ের মতন
স্বার্থের আঘাতে সবকিছু ভাঙে তবু
মা-ই তো আপন
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা ॥

[Similar]

Leave a Comment