আমার মনের সাধ যা কিছু লিরিক্স । Amar Moner Shadh Ja Kisu Lyrics

আমার মনের সাধ যা কিছু

আমার মনের সাধ যা কিছু

Singer সাইফুল্লাহ মানছুর ও ইকবাল চৌধুরী
Tune মুহাম্মদ জামালুদ্দীন
Song Writer ফররুখ আহমদ

আমার মনের সাধ যা কিছু
দোওয়ার মতো ফুটছে জানি
চিরাগ যেমন তেমনি যেন
হয় খোদা মোর জিন্দেগানি ॥

সুন্দর হয় আমার বাঁচায়
যেন আমার এই জাহান
ফোটা ফুলের শোভায় যেমন
হাসে সোনার গুলিস্তান
পতঙ্গ হয় যেমন, প্রভু
তেমনি করো আজ আমারে
ভালোবাসি যেন আমি
মুক্ত জ্ঞানের দীপ শিখারে ॥

জীবন আমার করে যেন
দুঃস্থ জনে সমর্থন
দুখি এবং বৃদ্ধ জয়ীফ
যেন আমার হয় আপন।
আল্লা মালিক! প্রভু আমার
বাঁচাও পাপের কলুষ থেকে
চালাও আমায় সেই পথে,
লিখন শুধু যার পুণ্য লেখে ॥

Visit

Leave a Comment