আমার মনের সাধ যা কিছু
Singer | সাইফুল্লাহ মানছুর ও ইকবাল চৌধুরী |
Tune | মুহাম্মদ জামালুদ্দীন |
Song Writer | ফররুখ আহমদ |
আমার মনের সাধ যা কিছু
দোওয়ার মতো ফুটছে জানি
চিরাগ যেমন তেমনি যেন
হয় খোদা মোর জিন্দেগানি ॥
সুন্দর হয় আমার বাঁচায়
যেন আমার এই জাহান
ফোটা ফুলের শোভায় যেমন
হাসে সোনার গুলিস্তান
পতঙ্গ হয় যেমন, প্রভু
তেমনি করো আজ আমারে
ভালোবাসি যেন আমি
মুক্ত জ্ঞানের দীপ শিখারে ॥
জীবন আমার করে যেন
দুঃস্থ জনে সমর্থন
দুখি এবং বৃদ্ধ জয়ীফ
যেন আমার হয় আপন।
আল্লা মালিক! প্রভু আমার
বাঁচাও পাপের কলুষ থেকে
চালাও আমায় সেই পথে,
লিখন শুধু যার পুণ্য লেখে ॥