আমার দেশের মাটির গন্ধে লিরিক্স । Amaro Deshero Matiro Gondhe Lyrics

আমার দেশের মাটির গন্ধে

আমার দেশের মাটির গন্ধে

Singer শাহনাজ রহমতুল্লাহ
Tune আবদুল আহাদ
Song Writer মোহাম্মদ মনিরুজ্জামান

আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল-কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন ॥

প্রাণে প্রাণে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনারং ছবি
এঁকে যায় সারাক্ষণ ॥

বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে
কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

গানে গানে আজ তাই
এই কথা বলে যাই
নতুন আশা এনেছি জীবনে
সূর্যের এ লগন ॥

Visit

Leave a Comment