আমার দেশের মতন লিরিক্স । Amar Desher Moto Amon Lyrics

আমার দেশের মতন

Singer আবদুল আলিম
Tune আবদুল লতিফ
Song Writer আবদুল লতিফ

আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে
বৌ কথা কও পাখি ডাকে
নিত্য হিজল গাছে
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে ॥

দোয়েল কোয়েল কুটুম পাখি
বন বাদাড়ে যায় রে ডাকি
আছে শাপলা শালুক,
ঝিলে বিলে পুকুর ভরা মাছে
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে ॥

হাজার তারার মানিক জ¦লে
হেথায় মাটির ঘরে
সবার মুখের মিষ্টি কথায়
সবার হৃদয় ভরে রে
সবার হৃদয় ভরে।

বুক জুড়ানো বধূর হাসি
রাখাল ছেলে বাজায় বাঁশি
আহা সব দুনিয়ার সেরা ও ভাই
এ দেশ আমার কাছে
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে ॥

Visit

Leave a Comment