আমার কণ্ঠে এমন সুধা লিরিক্স । Amar Konthe Emon Sudha Lyrics

আমার কণ্ঠে এমন সুধা

আমার কণ্ঠে এমন সুধা

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer মতিউর রহমান মল্লিক

আমার কণ্ঠে এমন সুধা
দাও ঢেলে দাও হে পরোয়ার
যা পিয়ে এই ঘুমন্ত জাত
ভাঙে যেন রুদ্ধ দ্বার ॥

আমার গানের পরশ পেয়ে
অশ্রুধারা ওঠে নেয়ে
শাহাদাতের ভাগ্য চেয়ে
জীবন জুড়ে আনে জোয়ার ॥

আমার গানের সুরে প্রভু
দিও দিও অগ্নিধারা
দ্বীন কায়েমের চির সবুজ
অনুভূতি পাগলপারা।

আল কুরআনের আয়াত দিয়ে
তৌহিদেরই মধু পিয়ে
হেরার পথের রোশনী নিয়ে
পার হয়ে যায় দূর পারাবার ॥

Visit

Leave a Comment