আমার এ গান আমার এ সুর লিরিক্স । Amar E Gan Amar E Sur Lyrics

আমার এ গান আমার এ সুর

আমার এ গান আমার এ সুর

Singer সাইফুল্লাহ মানছুর
Tune আবুল কাশেম
Song Writer আবুল কাশেম

আমার এ গান আমার এ সুর
শুধুই তোমারই জন্য
তোমারই নামে গান গেয়ে
হতে পারি যেন ধন্য ॥

তোমার নামের গানে
তুলবো শিহরণ প্রাণে প্রাণে
তোমারই সন্তোষ চেয়ে চেয়ে মন
করে যেন শুধু পুণ্য ॥

যেই গানে সুরে প্রভু তোমারই স্মরণ
সেই গানে সেই সুরে রেখো মগন।

পাপী তাপী মন তোমায় স্মরে
আলোয় আলোয় যেন জীবন গড়ে
তোমারই রঙে জীবন রাঙিয়ে
হবো আমি অনন্য ॥

Video Source

Leave a Comment