আমারই মা মা জননী লিরিক্স -Amare Ma Ma Jononi Lyrics

 

আমারই মা মা জননী

আমারই মা মা জননী

Singer সাইফুল্লাহ মানছুর
Tune সাইফুল্লাহ মানছুর
Song Writer সাইফুল্লাহ মানছুর

আমারই মা, মা জননী
আমার সুখের ঠিকানা
কান্নাকে হায় আঁচলে লুকায়
দুঃখকে হায় শুধু ভুলে যায়
সাজাতে আমার আঙিনা ॥

ছিলাম আমি কী যে অসহায়
দিয়েছ ছায়া মাগো কত মমতায়
আমারই তরে তোমারই দান
হয় না তার তুলনা ॥

পৃথিবীর সবকিছু শুধু ছলনা
আমি আর আমার মা কেউ রবো না
পরকালে পাই যেন মাকে
এই তো আমার কামনা ॥

[similar]

Leave a Comment