আমারই মা মা জননী
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | সাইফুল্লাহ মানছুর |
Song Writer | সাইফুল্লাহ মানছুর |
আমারই মা, মা জননী
আমার সুখের ঠিকানা
কান্নাকে হায় আঁচলে লুকায়
দুঃখকে হায় শুধু ভুলে যায়
সাজাতে আমার আঙিনা ॥
ছিলাম আমি কী যে অসহায়
দিয়েছ ছায়া মাগো কত মমতায়
আমারই তরে তোমারই দান
হয় না তার তুলনা ॥
পৃথিবীর সবকিছু শুধু ছলনা
আমি আর আমার মা কেউ রবো না
পরকালে পাই যেন মাকে
এই তো আমার কামনা ॥
[similar]