আমায় এমন হৃদয় দাও প্রভু লিরিক্স । Amay Emon Hridoy Dao Provu Lyrics

আমায় এমন হৃদয় দাও প্রভু

আমায় এমন হৃদয় দাও প্রভু

Singer আমিরুল মোমেনীন মানিক
Tune আমিরুল মোমেনীন মানিক
Song Writer আমিরুল মোমেনীন মানিক

আমায় এমন হৃদয় দাও প্রভু
যেখানে অহংকার ঠাঁই পাবে না
আমায় এমন হৃদয় দাও প্রভু
যেখানে কালিমা ঠাঁই পাবে না
ইয়া মালিকি খলিলি ইয়া রাহিমু রহমানু
হে মেহেরবান দয়াবান ॥

সংকীর্ণতা দূর করে দাও প্রভু
দূর করে দাও আবিলতা
লোভ লালসার ঊর্ধ্বে থেকে যেন
দেখাতে পারি উদারতা
আমি যেন হই সবার তরে
মনের ভেতর চাই না কুমন্ত্রণা ॥

সততার গুণ দাও এই বুক ভরে
মিথ্যার কাছে যেন শির নিচু না করি
স্বার্থের তাড়নায় বিবেকটা যেন
অর্থের কাছে বিক্রি না করি
আমার পথের মাঝে সকল মানুষ
খুঁজে পাবে নতুন আলোর ঠিকানা ॥

Visit

Leave a Comment