আমায় এমন হৃদয় দাও প্রভু
Singer | আমিরুল মোমেনীন মানিক |
Tune | আমিরুল মোমেনীন মানিক |
Song Writer | আমিরুল মোমেনীন মানিক |
আমায় এমন হৃদয় দাও প্রভু
যেখানে অহংকার ঠাঁই পাবে না
আমায় এমন হৃদয় দাও প্রভু
যেখানে কালিমা ঠাঁই পাবে না
ইয়া মালিকি খলিলি ইয়া রাহিমু রহমানু
হে মেহেরবান দয়াবান ॥
সংকীর্ণতা দূর করে দাও প্রভু
দূর করে দাও আবিলতা
লোভ লালসার ঊর্ধ্বে থেকে যেন
দেখাতে পারি উদারতা
আমি যেন হই সবার তরে
মনের ভেতর চাই না কুমন্ত্রণা ॥
সততার গুণ দাও এই বুক ভরে
মিথ্যার কাছে যেন শির নিচু না করি
স্বার্থের তাড়নায় বিবেকটা যেন
অর্থের কাছে বিক্রি না করি
আমার পথের মাঝে সকল মানুষ
খুঁজে পাবে নতুন আলোর ঠিকানা ॥