আমাদের খালি হাত ভরে দাও রব লিরিক্স । Amader Khali Hat Bhore Dao Rob Lyrics

আমাদের খালি হাত ভরে দাও রব

আমাদের খালি হাত ভরে দাও রব

Singer মারুফ আল্লাম
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

আমাদের খালি হাত ভরে দাও রব
আমরা তো ব্যর্থ হারিয়েছি সব ॥

আমাদের কালোগুলো ভালো করে দাও
ভুল থেকে আমাদের পথে তুলে নাও
এই মাথা ভরে দাও ঈমানের নূর
ত্যাগের আলোয় হোক পুষ্পিত দিন
মনে মনে পূত উৎসব ॥

চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক
মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক
বুক ভরে প্রেম দাও তোমার নামের
প্রতিবাদ লড়াইয়ের দাও শক্তি
প্রাণে দাও শহিদের খাব ॥

Visit

Leave a Comment