আমাকে মানুষ কেন বানালে তুমি লিরিক্স । Amake Manush Keno Banale Tumi Lyrics

আমাকে মানুষ কেন বানালে তুমি

আমাকে মানুষ কেন বানালে তুমি

Singer ইকবাল চৌধুরী
Tune মুহাম্মদ জামালুদ্দীন
Song Writer চৌধুরী গোলাম মাওলা

আমাকে মানুষ কেন বানালে তুমি
এত বোঝা বইতে আর পারি না আমি ॥

মানুষ না বানায়ে প্রভু
কেন তুমি বানালে না মোরে দুর্বা সবুজ
কুয়াশার জলে ভিজে
সোনালি সতেজ ভোরে
থাকতাম চিরকাল অপাপ অবুঝ
কেন তুমি দিলে জ্ঞান, প্রজ্ঞা অধিক
বিবেকের জালে কেন বাঁধলে তুমি ॥

হতাম যদি ওই মাছরাঙাটি
কিংবা হতাম যদি রুপালি পুটি
জারুল মটর কিবা দেবদারুটি
দীঘির নীরব জলে শাপলাকলি
থাকত না তবে আর পাপের ভীতি ॥

ফোরাতের কূলে কভু
মরে যদি যায় কোন ক্ষুধিত কুকুর
উমরের প্রাণ কাঁদে
শেষ বিচারের ভয়ে
হে প্রভু করো ক্ষমা অধম এ পাপী ॥

Visit

Leave a Comment