আজ রুপালি চাঁদের সাথে
Singer | সাইমুম শিল্পীগোষ্ঠী |
Song Writer | জাকির আবু জাফর |
আজ রুপালি-চাঁদের সাথে
রাতের মোলাকাত
ঝিল মিলমিল ঝিল মিলমিল করে
হলদে রাঙা রাত ॥
জোনাকি বকুল বনে
কী যেন কী গোপনে
খোঁজে সে আপন মনে
একলা সারা রাত ॥
আজ আকাশে এত তারা
এত আলোর মুখ
মাঠে মাঠে মায়া মায়া
নীল স্বপনের সুখ।
এতকাল হয়নি দেখা
হৃদয়ের গোপন লেখা
সহসা মিলন রেখা
এক করে দুই হাত ॥