আজ বুঝি গো মায়ের ব্যাথা লিরিক্স – AJ Bujhigo Mayer Betha Lyrics

 

আজ বুঝি গো মায়ের ব্যাথা

আজ বুঝি গো মায়ের ব্যাথা

Singer শাহাবুদ্দীন
Tune আব্দুস সালাম
Song Writer জাফর ফিরোজ

আজ বুঝি গো মায়ের ব্যাথা
মা যে কত আপন
তখনো বুঝিনি মা যে কী ধন
দিয়েছি যখন দাফন ॥

মমতারই সোহাগ দিয়ে
যখন কাছে নিতো
পালিয়ে যেতাম ছল করে মা
দুঃখ জানি পেতো
ভেজা কাজল মুছে যে মা
ডাকতো মানিক রতন ॥

ঘুম পাড়াত চুমু দিয়ে
কল্পলোকের ভিড়ে
আলতো ছোঁয়ায় জাগিয়ে নিতো
শিশির ঝরা ভোরে।

আজ জাগে মা আমার বুকে
তোমার স্নেহের ক্ষুধা
হেলায় হারানো আদর সোহাগ
চাই যে পরশ সুধা
যায় নাকি মা তোমার কাছে
আমার ব্যথার রোদন ॥

[Similar]

Leave a Comment