আজ আছি তো কালকে নাই লিরিক্স । Aaj achi to kalke nai Lyrics

আজ আছি তো কালকে নাই  

আজ আছি তো কালকে নাই

Singer সাইফুল্লাহ মানছুর
Tune আবুল কাশেম
Song Writer আবুল কাশেম

আজ আছি তো কালকে নাই
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই
দমে দমে দম ফুরাইলো
সেদিকে কারো ভাবনা নাই ॥

হবে যখন সমন জারি
বন্ধ হবে দুনিয়াদারি
থাকবে না তো সঙ্গী সাথি
যেতে হবে একলা ॥

সদাই প্রস্তুত থাক ওরে মন
আসবে মরণ যখন তখন
পাইবে না তো একটু সময়
করবে শুধু হায় রে হায় ॥

[Similar]

Leave a Comment