আজ আছি তো কালকে নাই
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | আবুল কাশেম |
Song Writer | আবুল কাশেম |
আজ আছি তো কালকে নাই
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই
দমে দমে দম ফুরাইলো
সেদিকে কারো ভাবনা নাই ॥
হবে যখন সমন জারি
বন্ধ হবে দুনিয়াদারি
থাকবে না তো সঙ্গী সাথি
যেতে হবে একলা ॥
সদাই প্রস্তুত থাক ওরে মন
আসবে মরণ যখন তখন
পাইবে না তো একটু সময়
করবে শুধু হায় রে হায় ॥
[Similar]