আজকে দেশের সব শত্রুকে
Singer | Unknown |
Tune | আবদুল্লাহ বিন ফয়েজ |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
আজকে দেশের সব শত্রুকে
রুখে দাঁড়াবার দিন
দেশের সকল বিভীষণদের
জনতার চির দুশমনদের
শুধু তাড়াবার দিন
আজকে প্রাণের বদলে হলেও
শুধতেই হবে মাতৃভূমির ঋত ॥
স্বদেশবিরোধী ঘৃণ্য ভূমিকা
পষ্ট করছে যারা
আজকে দেশের ধনসম্পদ
নষ্ট করছে যারা
জীবনের সব, সব ঝুঁকি নিয়ে
তাদের শক্তি শেষ করে দিয়ে
মানুষের যত জ্বালা জুড়াবার
বাজাও বাজাও বীণ ॥
দেশের সর্বনাশীরা আসলে
ঈমানেরও সবনাশী
এরাই শক্তি অপশক্তির
শয়তানিÑ খন্নাসি ॥
দেশের সকল নিয়ম-নীতির
শিকড় কাটছে যখন
স্বদেশপ্রেমের অগ্নিদহনে
প্রতিবাদী হও তখন
দেশজনতার হাতে হাত দিয়ে
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে
আগ্রাসীদের সকল দালাল
করো গো ঠিকানাহীন ॥