আজকে দেশের সব শত্রুকে লিরিক্স । Ajke Desher Sob Shotruke Lyrics

আজকে দেশের সব শত্রুকে

Singer Unknown
Tune আবদুল্লাহ বিন ফয়েজ
Song Writer মতিউর রহমান মল্লিক

আজকে দেশের সব শত্রুকে
রুখে দাঁড়াবার দিন
দেশের সকল বিভীষণদের
জনতার চির দুশমনদের
শুধু তাড়াবার দিন
আজকে প্রাণের বদলে হলেও
শুধতেই হবে মাতৃভূমির ঋত ॥

স্বদেশবিরোধী ঘৃণ্য ভূমিকা
পষ্ট করছে যারা
আজকে দেশের ধনসম্পদ
নষ্ট করছে যারা
জীবনের সব, সব ঝুঁকি নিয়ে
তাদের শক্তি শেষ করে দিয়ে
মানুষের যত জ্বালা জুড়াবার
বাজাও বাজাও বীণ ॥

দেশের সর্বনাশীরা আসলে
ঈমানেরও সবনাশী
এরাই শক্তি অপশক্তির
শয়তানিÑ খন্নাসি ॥

দেশের সকল নিয়ম-নীতির
শিকড় কাটছে যখন
স্বদেশপ্রেমের অগ্নিদহনে
প্রতিবাদী হও তখন
দেশজনতার হাতে হাত দিয়ে
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে
আগ্রাসীদের সকল দালাল
করো গো ঠিকানাহীন ॥

Visit

Leave a Comment