আজও সেই চাঁদটা আসে রাতে লিরিক্স – Ajo shey chadta ashe Lyrics

 

আজও সেই চাঁদটা আসে রাতে

 

Singer হাসিব
Tune এস এম মঈনুল ইসলাম
Song Writer সোহাগ চৌধুরী

আজও সেই চাঁদটা আসে রাতে
আজও তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না শুধু মা আসে না
আমাকে গল্প শোনাতে ॥

আছে সাজানো বাগান বীথি
আছে সেই ঘর
মা শুধু নেই পাশে
হয়ে গেছে পর
ঘুমহারা দুটি চোখ অভিমান করে
মা কেন আসে না ঘুম পাড়াতে ॥

আসে যখনি মিনার হতে
আজানের সুর
মনটা হয়ে যায়
বেদনা বিধূর
বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে
ঘুম ছেড়ে যা খোকা মসজিদেতে ॥

কথা : সোহাগ চৌধুরী
সুর : এস এম মঈনুল ইসলাম
শিল্পী : হাসিব

Source

Leave a Comment