আকাশ বাতাস চন্দ্র তারা লিরিক্স । Akash Batash Chandra Tara Lyrics

আকাশ বাতাস চন্দ্র তারা

Singer খালিদ হোসেন
Tune খালিদ হোসেন
Song Writer আজিজুর রহমান

আকাশ বাতাস চন্দ্র তারা
মিষ্টি পাখির গান
ফুলের হাসি ঝরনাধারা
সবই তাহার দান
যিনি রহিম রহমান
আমার মাবুদ সুবহান ॥

রোদ বৃষ্টির মোহন মায়া
শ্যামল বীথির কুঞ্জ ছায়া
ফসল ভরা মাঠের শোভা
নদীর কলতান
জানি সবই তোমার দান ॥

আদর সোহাগ স্নেহ-প্রীতি
মানব প্রেমের কলগীতি
নিঝুম প্রহর জোছনা রাতি
দরদ ভরা প্রাণ
জানি সবই তোমার দান ॥

[Similar]

Leave a Comment