আকাশ বাতাস চন্দ্র তারা
Singer | খালিদ হোসেন |
Tune | খালিদ হোসেন |
Song Writer | আজিজুর রহমান |
আকাশ বাতাস চন্দ্র তারা
মিষ্টি পাখির গান
ফুলের হাসি ঝরনাধারা
সবই তাহার দান
যিনি রহিম রহমান
আমার মাবুদ সুবহান ॥
রোদ বৃষ্টির মোহন মায়া
শ্যামল বীথির কুঞ্জ ছায়া
ফসল ভরা মাঠের শোভা
নদীর কলতান
জানি সবই তোমার দান ॥
আদর সোহাগ স্নেহ-প্রীতি
মানব প্রেমের কলগীতি
নিঝুম প্রহর জোছনা রাতি
দরদ ভরা প্রাণ
জানি সবই তোমার দান ॥
[Similar]