আকাশের মতো করো
Singer | Unknown |
Tune | কাউসার হামিদ |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
আকাশের মতো করো হৃদয় মোদের
সাগরের মতো করো অন্তর
স্রোতের মতোন রাখো খোদা আমাদের
অবিরত ভালো কাজে তৎপর ॥
সাম্য ন্যায়ের করো মিত্র
সত্যের মতো সে সাধিত্র
আরো দাও উদারতা আমাদের
যেমন উদার হয় পথ প্রান্তর ॥
জোছনার মতো করো স্নিগ্ধ
স্নেহ মায়া মমতায় রিদ্ধ
দখিনা হাওয়ার মতো বিনয়ী সদাই
নিবিড় আবেশে ভরে যাক সব ঘর ॥