আকাশের মতো করো লিরিক্স । Akasher Moto Koro Hridoy Moder Lyrics

আকাশের মতো করো

আকাশের মতো করো

Singer Unknown
Tune কাউসার হামিদ
Song Writer মতিউর রহমান মল্লিক

আকাশের মতো করো হৃদয় মোদের
সাগরের মতো করো অন্তর
স্রোতের মতোন রাখো খোদা আমাদের
অবিরত ভালো কাজে তৎপর ॥

সাম্য ন্যায়ের করো মিত্র
সত্যের মতো সে সাধিত্র
আরো দাও উদারতা আমাদের
যেমন উদার হয় পথ প্রান্তর ॥

জোছনার মতো করো স্নিগ্ধ
স্নেহ মায়া মমতায় রিদ্ধ
দখিনা হাওয়ার মতো বিনয়ী সদাই
নিবিড় আবেশে ভরে যাক সব ঘর ॥

Visit

Leave a Comment