অনন্ত অসীম প্রেমময় তুমি লিরিক্স । Onoto Oshim Premomoy Tumi Lyrics

অনন্ত অসীম প্রেমময় তুমি

অনন্ত অসীম প্রেমময় তুমি

Singer সাইফুল্লাহ মানছুর
Tune আবদুল লতিফ
Song Writer গোলাম মোস্তফা

অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী
যত গুণগান, হে চির-মহান
তোমারি অন্তর্যামী ॥

দ্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি,
তোমারি করুণাকামী ॥

সরল সঠিক পুণ্য পন্থা
মোদেরে দাও গো বলি
চালাও সে পথে
যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি ॥

যে পথে তোমার চির-অভিশাপ
যে পথে ভ্রান্তি চির-পরিতাপ
হে মহাচালক, মোদেরে কখনো
করো না সে পথগামী ॥

[সূরা ফাতিহার অনুবাদ নিয়ে আরেকটি গান]

[Similar]

Leave a Comment